নিজস্ব প্রতিবেদকঃ
রাজশাহীর পুঠিয়ায় ৪০দিন বয়সী ছেলে সন্তান রেখে ঘরের ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে এক মায়ের আত্মহত্যা করার খবর পাওয়া গেছে।
মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুর ৩ টার দিকে শিলমাড়িয়া ইউনিয়নের ছোট কাজুপড়া গ্রামে ওই আত্মহত্যার ঘটনাটি ঘটে।
জানা যায় যে,পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের ছোট কাজুপড়া গ্রামের মোঃ নাইসের মেয়ে ও জগপাড়া গ্রামের হাসান আলীর স্ত্রী পিতার বাসায় এসে রুমা খাতুন গত আড়াই মাস আগে একটি সন্তানের জন্ম দেন।
আজ দুপুর তিনটার দিকে বাসায় কেউ না থাকায়,লোক চক্ষুর আড়ালে ঘরের ফ্যানের সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পিতা মাতা দুজনে বাড়ির বাহিরে কাজ সেরে ঘরে ঢুকে দেখতে পায় তাদের মেয়ে রুমা খাতুন কন্যা পেঁচিয়ে ফ্যানের সাথে ঝুলে রয়েছে। এসব দেখে চিল্লাচিল্লি করলে প্রতিবেশীরা এগিয়ে আসে এবং ফ্যান থেকে নামিয়ে দেখতে পান ততক্ষণে পরপারে চলে গেছে তাদের বুকের ধন আদরের সন্তান রুমা খাতুন। ওই ঘটনার পর পুঠিয়া থানা পুলিশ পরিদর্শন করেছেন। ঘটনার পর থেকে পরিবার-পরিজন ও আত্মীয়স্বজনের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
ওই বিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ ওসি কবির হোসেন বলেন,ঘটনা শুনতে পেয়ে সেখানে তদন্তের জন্য আমাদের থানা পুলিশের সদস্যরা গিয়েছেন। বিষয়টি খুবই দুঃখজনক,এ বিষয়ে কোনো অভিযোগ না থাকাই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
সম্পাদক: মোস্তাফিজুর রহমান।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৫, শিরোইল পুবালি মার্কেট,(২ তলা) ,বোয়ালিয়া ,রাজশাহী।
ফোন নাম্বার- 01713846301
ইমেইল: agrajatrajibon@gmail.com
Copyright © 2024 Dainik Uttarbanga. All rights reserved.