পাভেল ইসলাম মিমুল স্টাফ রিপোর্টার
ক্লাস ফাঁকি দিয়ে রাজশাহীর পদ্মা নদীর পাড়ে আড্ডা দেওয়ার সময় ৯ শিক্ষার্থীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
বুধবার (৬ নভেম্বর) দুপুরে নগরীর জিরো পয়েন্ট সংলগ্ন পদ্মা গার্ডেন থেকে তাদের আটক করা হয়।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন এসব তথ্য নিশ্চিত করে বলেন,নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কিছু শিক্ষার্থী ক্লাস চলাকালীন স্কুল ও কলেজ ফাঁকি দিয়ে নগরীর পদ্মা পাড়ের বিভিন্ন স্পটে এসে আড্ডা দিচ্ছিল।
এছাড়াও কিশোর অপরাধের মতো বিভিন্ন অপরাধে তারা জড়িয়ে পড়ছে। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ কাজ শুরু করেছে। বিভিন্ন স্পটে ক্লাস ফাঁকি দেওয়া শিক্ষার্থীদের আটক করতে অভিযান শুরু করা হয়েছে।
তিনি বলেন,এরই ধারাবাহিকতায় নগরীতে ডিবি পুলিশের একটি টিম পদ্মা পাড়ে বিভিন্ন স্পট থেকে ৯ শিক্ষার্থীকে আটক করে আরএমপি সদর দফতর ডিবি কার্যালয়ে নিয়ে আসে।
পরবর্তীতে অভিভাবকদের মুঠোফোনে ডেকে তাদের জিম্মায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। এই অভিযান অব্যাহত থাকবে।
এর আগের দিন সিমলা পার্ক থেকে ১০ জনকে আটক করে গোয়েন্দা পুলিশ। পরে তাদেরকেও অভিভাবকের জিম্মা দেওয়া হয়।
সম্পাদক: মোস্তাফিজুর রহমান।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৫, শিরোইল পুবালি মার্কেট,(২ তলা) ,বোয়ালিয়া ,রাজশাহী।
ফোন নাম্বার- 01713846301
ইমেইল: agrajatrajibon@gmail.com
Copyright © 2024 Dainik Uttarbanga. All rights reserved.