খালেদা জিয়াকে নিয়ে কটুক্তি করায় দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ
রাজশাহী দুর্গাপুরে বিএনপি চেয়্যারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন ঝালুকা ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠন।
আজ (৩ নভেম্বর)রবিবার বিকাল ৪টার দিকে উপজেলার আমগাছি বাজারের সেন্টার মাঠ থেকে শুরু করে ঝালুকা কলেজ প্রদক্ষিণ করে আমগাছি বাজারের তিন মাথায় সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে এই সমাবেশ শেষ হয়।
এসময় মিছিলে কটুক্তির প্রতিবাদে নানা স্লোগান দেন নেতা-কর্মীরা।
সংক্ষিপ্ত সমাবেশে ঝালুকা ইউনিয়নের দুইবারের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহবায়ক কামরুজ্জামান আয়নাল বলেন, বিএনপি চেয়্যারপারসন খালেদা জিয়াকে নিয়ে (আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান ) আকতার আলী ও ঝালুকা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান সহ যুবলীগ ছাত্রলীগ নেতাকর্মীরা যে কথা বলেছে আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ও ভিডিও ফুটেজ দেখে আসামিদের গ্রেপ্তারের জোর দাবি করেন তিনি।
এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা জাতীয়তাবাদী যুবদলের সদস্য মোঃ শফিকুল ইসলাম তিনি বলেন, গত ১৭ বছরে এই ঝালুকা ইউনিয়নে কোন চা স্টলে বিএনপি'র কোন যুবদলও ছাত্রদল নেতাকে বসতে পর্যন্ত দেয়া হয় নাই।
তিনি আরো জানান, এই আওয়ামী লীগ যদি আমার নেত্রীর বিরুদ্ধে আর কোন কুচক্রী ষড়যন্ত্র করে থাকে তাহলে তা নিঃশেষ করে দেওয়া হবে। আওয়ামী লীগ এখনো বিভিন্ন দলের সাথে মিশে নানা ধরনের ষড়যন্ত্র করে আসছে। তাদের সাবধান করে দিয়ে দলের নেতাকর্মীদের সোজাগ থাকার আহ্বান জানান।
এর আগে গত ৪ আগস্ট আমগাছি বাজারে ছাত্র বৈষম্যের আন্দোলনে যেন বিএনপি'র কোন নেতাকর্মী যেতে না পারে ও বাসা থেকে বের না হতে পারে এর জন্য একটি মিছিল শেষে বক্তব্যের সময় খালেদা জিয়াকে গালি দেওয়া সহ নানা কটুক্তির অভিযোগ উঠে তাদের বিরুদ্ধে। এ বক্তব্যের ভিডিও ভাইরাল হওয়ায় বিএনপি নেতারা ক্ষোভ প্রকাশ করে এই বিক্ষোভ সমাবেশ করেন।
বিক্ষোভ সমাবেশে ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃইনতাজ আলী,উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান,পৌর বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক রতন,ঝালুকা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাজেনা, বিএনপি নেতা হাতেম মাস্টার, জিল্লুর রহমান, উপজেলা ছাত্রদল সভাপতি ইমন আহমেদ সুমন, উপজেলা যুবদল সদস্য মেহেদী হাসান, ছাত্রনেতা জারজিস আলী সহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন ।
সম্পাদক: মোস্তাফিজুর রহমান।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৫, শিরোইল পুবালি মার্কেট,(২ তলা) ,বোয়ালিয়া ,রাজশাহী।
ফোন নাম্বার- 01713846301
ইমেইল: agrajatrajibon@gmail.com
Copyright © 2024 Dainik Uttarbanga. All rights reserved.