নিজস্ব প্রতিবেদক:
সনাতন ধর্মালম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপুজা শান্তি,শৃংখলা ও যথাযথভাবে উদযাপনের লক্ষে চারঘাট ও বাঘা উপজেলার প্রায় ৪০টি মন্দিরের পুজা মন্ডপ পরিদর্শন করেছেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন উজ্জলসহ চারঘাট ও বাঘা উপজেলার বিএনপির নেতাকর্মীরা।
দলীয় নির্দেশনা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার নির্দেশে শনিবার রাতে রাজশাহীর চারঘাট ও বাঘার উপজেলার প্রায় ৪০টি মন্দিরে পুজা মন্ডপ পরিদর্শন করেন তিনি। সেই সাথে হিন্দু পুজারীদের সাথে কৌশল বিনিময় করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন চারঘাট উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আকবর আলী সরকার, চারঘাট পৌর বিএনপির সাবেক সভাপতি কায়েম উদ্দীন, চারঘাট উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম জীবন, বাঘা উপজলা বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেন, বাঘা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ার আব্দুল্লাহ আল মামুন, আড়ানী পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম, চারঘাট উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ইউনুচ আলী তালুকদারসহ চারঘাট ও বাঘা উপজেলার বিএনপির বিভিন্ন অংগসংঠনের নেতাকর্মীবৃন্দ।