সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতকে হাফিজ আব্দুল হান্নান রহস্যজনক খুন হয়েছেন। এ ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল আনুমানিক সাড়ে ৮ ঘটিকার সময় উপজেলার গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের নতুন বাজার (ধারন) সংলগ্ন বড় সৈদেরগাঁও গ্রামের নিজ বাসভবনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় আজ বৃহস্পতিবারও পুরান বাড়ীতে রাত্রী যাপন করেন হাফিজ আব্দুল হান্নান। তিনি ফজরের নামাজ আদায় করেন নিজ বাসভবনের পাশে অবস্থিত গ্রামের মসজিদে। নামাজ শেষে তিনি কিছুক্ষন হাটা চলা করে থাকেন। আজ বৃহস্পতিবার সুনামগঞ্জ কোর্টে যাওয়া কথা ছিল তার। তাই একজন সিএনজি গাড়ী চালককে আগে থেকে বলে রাখেন। সকাল আনুমানিক ৮ ঘটিকার সময় ওই সিএনজি চালক হাফিজ আব্দুল হান্না কে মুঠোঠোনে কল করে কথন আসবেন জানতে চান। এসময় সিএনজি চালককে হাফিজ আব্দুল হান্নান বলেন নতুন বাজার (ধারন) হাইওয়ে রোডে অপেক্ষা করার জন্য। এর কিছুক্ষন পর ঐ বাসভবনে তদবির নিতে আসেন সামছুল ইসলাম নামে এক ব্যক্তি। এসময় তিনি একটি ছেলেকে বাসার ভিতরে ডাকতে পাঠান। ছেলেটি বাসার বারান্দায় প্রবেশ করে হাফিজ আব্দুল হান্নান এর রক্তাক্ত ক্ষতবিক্ষত দেহ দেথে চিৎকার করে। সুর চিৎকার শুনে আশ পাশের লোকজন ও হাফিজ আব্দুল হান্নান এর স্বজনরা এসে তাকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। যাওয়ার পথেই হাফিজ আব্দুল হান্নান মৃত্যুবরণ করেন বলে জানা গেছে।
হাফিজ আব্দুল হান্নান নিয়মিত পুরাতন বাড়ীতে রাত্রিযাপন করলেও প্রতিদিন সকালে এই বাসভবনে বসে বিভিন্ন রোগীদের তদবির তাবিজ দিতেন। তিনি একজন পরহেজগার মানুষ ছিলেন এলাকার সকলের কাছে তিনি ছিলেন সমাদৃত। হাফিজ আব্দুল হান্নানের রহস্যজনক খুনকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে এ হত্যাকন্ডের কারন এখনো জানা যায়নি।
এ দিকে ঘটনার খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে ছুটে আসেন ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া হাসান, ওসি তদন্ত রুহুল আমিন, এস আই আব্দুস সাত্তার ও সঙ্গীয় ফোর্স।
এ বিষয়ে ঘটনাস্থল পরিদর্শনের সত্যতা নিশ্চিত করে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া হাসান বলেন এসপি স্যার কিছুক্ষনের মধ্যে ঘটনাস্থলে এসে পৌছাবেন।
সম্পাদক: মোস্তাফিজুর রহমান।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৫, শিরোইল পুবালি মার্কেট,(২ তলা) ,বোয়ালিয়া ,রাজশাহী।
ফোন নাম্বার- 01713846301
ইমেইল: agrajatrajibon@gmail.com
Copyright © 2024 Dainik Uttarbanga. All rights reserved.