নিজস্ব প্রতিবেদক:দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আগামী ২৯ ও ৩০ অক্টোবর রাজশাহী মহানগর ও জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সমন্বয়ে সাম্য ও মানবিক বিনির্মানে দিকনির্দেশনা মূলক যৌথ কর্মীসভার প্রস্তুতি সভার আয়োজন করা হয়।
২৬ অক্টোবর শনিবার বিকাল ৪ ঘটিকায় রাজশাহী মহানগরীর রাজারহাটায় এই যৌথ কর্মীসভা অনুষ্ঠিত হয়। উত্ত সভায় সভাতিত্ব করেন রাজশাহীর যুব সমাজের গর্ব পরিশ্রমী,মেধাবী ও রাজপথের লড়াকু সৈনিক রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক জনাব মোঃ মাহফুজুর রহমান রিটন।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান জনি। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন রাজশাহী জেলা যুবদলের আহ্বায়ক সজন , রাজশাহী মহানগর যুবদল সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম রবি সহ যুবদল, সেচ্ছাসেবক দল ও ছাত্র দলের সক্রিয় নেতাকর্মীরা।
সভাপতির বক্তব্যে রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন,দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আগামী ২৯ ও ৩০ আমরা রাজশাহীর রাজপথে লড়াকু সৈনিকরা এক হয়ে শান্তি পূর্ণ ভাবে কর্মসূচি পালন করব। কোনো বিশৃঙ্খলা যেন না হয় সেই দিকে আমরা সবাই খেয়াল রাখবো। গত ১৭ বছরে ঘুম, খুন ,নির্যাতনের শিকার হওয়া ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত নিহতদের সহ দেশনায়ক তারেক রহমান ও আমাদের প্রিয় নেত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া করব। আমাদের পক্ষ থেকে গরীব, দুঃখী ও অসহায় মানুষদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প ব্যাবস্থা করা হবে সেখানে সবাইকে সেবা নেয়ার জন্য নিয়ে আসার ব্যবস্থা করবো। ভাল ডাক্তার থাকবে সেখানে চিকিৎসা সহ বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হবে। আমার যুবদল, সেচ্ছাসেবক দল ও ছাত্র দল একই পরিবারের । সবাই সবার কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের এই কর্মসূচি সফল করবো।
উত্ত সভায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতারা তাদের দিকনির্দেশনা কর্মীদের মাঝে উপস্থাপনা করেন এবং কর্মীদের সাথে কিভাবে কর্মসূচি সফল করা হবে সেটার গুরুত্ব পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।