নিজস্ব প্রতিবেদকঃহিন্দুধর্মের বড় উৎসব শারদীয় দুর্গাপৃজা, রাজা কংস নারায়ণ রায় বাহাদুর ১৪৮০ খ্রিস্টাব্দে ৯ লক্ষ টাকা ব্যায়ে উপমহাদেশে প্রথম তাহেরপুরে শারদীয় দৃগাপৃজা শুরু করেন।
তার ধারাবাহিকতা'এবার তাহেরপুরে মোট ১২ টি মন্দিরে এবছর শারদীয় উৎসব দুর্গাপুজা অনুষ্ঠিত হচ্ছে।
আজ অষ্টমী ও নবমী ১১ অক্টোবর রাত ৮ ঘটিকায়' রাজশাহী জেলা পুলিশ সুপার আনিসুজ্জামান তাহেরপুর শ্রী শ্রী গোবিন্দ, দুর্গামাতা মন্দির ও পঞ্চ মন্দির পরিদর্শন করেন,সেইসাথে আইনশৃঙ্খলা পরিস্থিতি দেখভাল করেন।
এই সময় উপস্থিত ছিলেন,তাহেরপুর পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির সদস্য আ.ন.ম সামসুর রহমান মিন্টু, তাহেরপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলিম বাবু,তাহেরপুর আইসি সোহাইল,পথিক বিনোদন ক্লাব, বিএনপির সেচ্ছাসেবকর্মী ও পুলিশ সদস্যগন্য প্রমুখ।
সম্পাদক: মোস্তাফিজুর রহমান।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৫, শিরোইল পুবালি মার্কেট,(২ তলা) ,বোয়ালিয়া ,রাজশাহী।
ফোন নাম্বার- 01713846301
ইমেইল: agrajatrajibon@gmail.com
Copyright © 2024 Dainik Uttarbanga. All rights reserved.