রাজশাহী'র বাগমারা তাহেরপুর রিক্রিয়েশন ক্লাব সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে স্বল্প মুল্যে চক্ষু ৩৯তম চক্ষু শিবির অনুষ্ঠিত।
আজ ৮ ফেব্রুয়ারি রোজ শনিবার সকাল ৯ ঘটিকা হতে দুপুর ২ টা পর্যন্ত চক্ষু সেবা দেওয়া হয়। উক্ত চক্ষু শিবিরে পরীক্ষা, নিরীক্ষা, সহ চশমা ফ্রী দেওয়া হয়েছে, শুধু অপারেশন স্বল্প মুল্যে করা বলে জানা গিয়েছে।
সাধারণ সম্পাদক রিক্রিয়েশন ক্লাব মাহাবুর রহমান বুলু ও সমাজ কল্যাণ সম্পাদক ও আহবায়ক চক্ষু শিবির কমিটি২৫ মো: সোহেল রানার পরিচালনায় ও রিক্রিয়েশন ক্লাবের সভাপতি এসএম হাফিজুর রহমানের সভাপতিত্বে, প্রধান অতিথি উপস্থিত ছিলেন, তাহেরপুর পৌর সাবেক মেয়র আ.ন.ম সামসুর রহমান মিন্টু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,তাহেরপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নজরুল ইসলাম মন্ডল, তাহেরপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ সাইদুর রহমান,তাহেরপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আলিম বাবু, তাহেরপুর মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুর রহিম, আমির বাংলাদেশ জামায়াতে ইসলামি তাহেরপুর পৌর শাখার অধ্যাপক মোঃ সহিদুজ্জামান মীর, সহ রিক্রিয়েশন ক্লাব ও সমাজ কল্যাণ সংস্থার সদস্যবৃন্দ, বিভিন্ন স্থান থেকে আগত রোগী, রাজনৈতিক ব্যাক্তি, সুশীল সমাজ, শিক্ষক ব্যাক্তিবর্গ প্রমুখ।।
সম্পাদক: মোস্তাফিজুর রহমান।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৫, শিরোইল পুবালি মার্কেট,(২ তলা) ,বোয়ালিয়া ,রাজশাহী।
ফোন নাম্বার- 01713846301
ইমেইল: agrajatrajibon@gmail.com
Copyright © 2025 Dainik Uttarbanga. All rights reserved.