দূর্গাপুর প্রতিনিধিঃ
দীর্ঘ ১২ বছর পরে বেদখলে থাকা জমি ফিরে পেলেন রাহেলা বেগম (৮০)। রাজশাহীর দূর্গাপুর উপজেলার বেড়া গ্রামে ঢোল পিটিয়ে লাল নিশান টাঙিয়ে তাঁর জমি বুঝিয়ে দিয়েছেন আদালতের লোকজন। জীবনের শেষ সময়ে জমি ফিরিয়ে পেয়ে আদালতের ওপর খুবই সন্তুষ্ট তিনি। রাজশাহী অতিরিক্ত জেলা জর্জ আদালতের লোকজনের স্থানীয় গ্রামবাসীর উপস্থিতে জমির সীমানা নিশান টাঙিয়ে দেয়। পরে ঢল পিটিয়ে ঘোষনা দেয়আদালতের নির্দেশে এই জমির মালিক রাহেলা বেগম। সরেজমিনে দেখা যায় বেড়া গ্রামের বেদখল হওয়া জমিতে তারই প্রতিপক্ষ তমেজ উদ্দিন মেম্বার (৫০) দীর্ঘদিন ধরে লাঠির জোরে জমিটি দখল করে আসছিলেন।পরে আদালতের নির্দেশনা মোতাবেক দায়িত্ব প্রাপ্ত লোকজন সীমানা নির্ধারণ করে লাল নিশান টাঙিয়ে দেয়। জমির মালিক রাহেলা বেগম বলেন আদালত আমার জমি বুঝিয়ে দিয়েছেন। রাহেলা বেগম এর ছেলে আবুল কালাম আজাদ (৫২) বলেন ১০ শতাংশ জমি বেদখল হওয়ায় ২০১৩ সালে আদালতে মামলা দায়ের করেন। মামলার পরে আদালতের রায় পেলে আদালতের লোকজন আমার মায়ের জমি বুঝিয়ে দিয়েছেন। দীর্ঘ ১২ বছর তমেজ উদ্দিন মেম্বার আমার পরিবারের সঙ্গে জুলুম করে আসছিলেন।
সম্পাদক: মোস্তাফিজুর রহমান।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৫, শিরোইল পুবালি মার্কেট,(২ তলা) ,বোয়ালিয়া ,রাজশাহী।
ফোন নাম্বার- 01713846301
ইমেইল: agrajatrajibon@gmail.com
Copyright © 2025 Dainik Uttarbanga. All rights reserved.