• শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৩:৫৮ অপরাহ্ন

নিখোঁজের দীর্ঘ সাড়ে ৪ বছরেও সন্ধান মেলেনি রাজশাহীর দুর্গাপুরে মাওলানা আতাউর রহমানের

Reporter Name / ২৮ Time View
Update : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪

নিখোঁজের দীর্ঘ সাড়ে ৪ বছরেও সন্ধান মেলেনি রাজশাহীর দুর্গাপুরে মাওলানা আতাউর রহমানের

নিখোঁজের দীর্ঘ সাড়ে ৪ বছরেও সন্ধান মেলেনি রাজশাহীর দুর্গাপুর উপজেলার ক্ষিদ্র লক্ষীপুর গ্রামের মাওলানা মোঃ আতাউর রহমানের।তার স্ত্রী-সন্তানেরা পথ চেয়ে আছে আজো সে ফিরে আসবে, কিন্তু তার স্ত্রী সন্তানদের প্রশ্ন সে কি এখনো জীবিত আছে? না মারা গেছে? তার সন্তান মনিরের বুকফাটা কান্না চোখের আকুতি বাবা ফিরবে তাই পথ চেয়ে থাকা।

জানা যায়, গত ২০২০ সালের ১২ এপ্রিল সকাল ৮টার সময় বাড়ি থেকে বের হন মাওলানা আতাউর।পরবর্তীতে তিনি আর বাড়ি ফিরে আসেন না।

তার সন্ধানের জন্য হারানো বিজ্ঞপ্তি, থানায় জিডি, মাইকিং, সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্নভাবে খোঁজার চেষ্টা করেও পাওয়া যায় নি।

আতাউর রহমান একজন হাফেজ মাওলানা ছিলেন।দীর্ঘ ২০ বছর ইমামতি করেছেন এবং বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল করা সহ বিভিন্ন মাদ্রাসায় শিক্ষক হিসেবেও ছিলেন।শেষ দিকে হার্ট ও প্রেসারের সমস্যা হয়।তিনি বিভিন্ন দুশ্চিন্তার কারণে মানসিকভাবে অসুস্থ হয়ে যান।হারিয়ে যাওয়ার কয়েক মাস পূর্বে থেকে তিনি অসুস্থ ছিলেন।

তার সন্ধানে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মো: আতাউর রহমান, পিতা : সুবিদ মোল্লা, গ্রাম-ক্ষিদ্র লক্ষীপুর, পোষ্ট-বখতিয়ারপুর, থানা-দুর্গাপুর, জেলা-রাজশাহী।

বর্ণনা : গায়ের রং-উজ্জ্বল শ্যামলা, মুখমন্ডল-গোলাকার, বয়স : পঞ্চান্ন (৫৫), উচ্চতা-৫ ফুট ২ ইঞ্চি, পরনে ছিল-চকলেট রঙের পাঞ্জাবি ও চেক লুঙ্গি।

বিশেষ চিত্র : ডান গালের উপরে আঁচিলের দাগ আছে এবং মুখে চাপ দাড়ি আছে।সে রাজশাহীর আঞ্চলিক ভাষায় কথা বলে।

কেউ যদি তার সম্পর্কে কোনো তথ্য অথবা অবস্থান জেনে থাকেন তাহলে নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।

মোঃ মকছেদ আলী প্রামানিক ০১৭২৪-৯৮২৪৩৬,

মোঃ মনিরুল ইসলাম _০১৮১৭-১০৯০৪০


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category