নিজস্ব প্রতিবেদকঃ
রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের কিছু ঠিকাদারী প্রতিষ্ঠানের অনিয়ম ও দূর্ণীতির বিরুদ্ধে মানববন্ধন করেছে স্থানীয় ঠিকাদাররা।
সোমবার বেলা ১২ টায় পানি উন্নয়ন বোর্ডের কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের ঠিকাদার সমিতির সভাপতি সফিউল আলম বুলুর সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন, সিনিয়র সহ-সভাপতি খন্দকার হাসান কবির, সহ-সভাপতি আলী আজম,শাকিলুর রহমান শাকিল, জিয়া উদ্দিন আহমেদ জিয়া,খাজা তারেক সিজার,সাধারণ সম্পাদক শাহীন ইকবাল, সহ -সাধারণ সম্পাদক রহিম রেজা রানা ও শরিফুল ইসলাম বাবু।
আরো উপস্থিত ছিলেন,সাংগঠনিক সম্পাদক মইনুল হক হারু,সহ -সাংগঠনিক সম্পাদক আরিফুজ্জামান আরিফ,অর্থ সম্পাদক সোহেল রানা দিপু,ত্রাণ ও পূর্ণবাসন বিষয়ক সম্পাদক জিল্লুর রহমান, আইন বিষয়ক সম্পাদক নূরে আলম সিদ্দিক মমিন, সহ আইন বিষয়ক সম্পাদক কাজী ছোটন, প্রচার সম্পাদক আসলাম উদ্দিন,সহ -প্রচার সম্পাদক পলাশ, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাসুদ পারভেজ,ক্রীড়া সংস্কৃতিক বিষয়ক সম্পাদক আবু জাফর আলমগীর বাবু,দপ্তর ও তথ্য সম্পাদক শেখ আবু জাফর টুটু,সহ-দপ্তর ও তথ্য বিষয়ক সম্পাদক রাকিব হাসান সহ সকল সদস্য ও সাধারণ ঠিকাদার।
মানববন্ধনে ঠিকাদার নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, রাজনৈতিক প্রভাব খাটিয়ে পতিত সরকারের আমলে কিছু ঠিকাদারী প্রতিষ্ঠান একইভাবে কাজ করে গেছে।তারা জাল সনদ তৈরি করে জমা দিয়ে টেন্ডারবাজি করে কাজ নিয়েছেন। আবারও সেই সনদে কাজ পেতে নির্বাহী প্রকৌশলীকে চাপ প্রয়োগ করছেন। নেতৃবৃন্দ আরও দাবি করে বলেন সরকারি ক্রয় সংক্রান্ত পিপিআর এর সংশোধন না হলে এই ধারা অব্যাহত থাকবে। কাজেই পিপিআর সংশোধন জরুরী বলে উল্লেখ করেন তারা । তারা আরো বলেন, দীর্ঘ ১৫ বছর তারা পানি উন্নয়ন বোর্ডে প্রবেশ করতে দেননি আওয়ামী লীগ ঠিকাদারগণ এখনো সেই প্রভাব কাটানোর চেষ্টা করছে। তারা সেই আমলের সকল সনদ দেখে ব্যবস্থা নেওয়ার আহবান জানান।
সম্পাদক: মোস্তাফিজুর রহমান।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৫, শিরোইল পুবালি মার্কেট,(২ তলা) ,বোয়ালিয়া ,রাজশাহী।
ফোন নাম্বার- 01713846301
ইমেইল: agrajatrajibon@gmail.com
Copyright © 2025 Dainik Uttarbanga. All rights reserved.