স্টাফ রিপোর্টারঃ রাজশাহীর বাগমারা'য় দুর্যোগ ব্যবস্থাপনা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে অগ্নিনির্বাপক মহড়ার আয়োজন করা হয়েছে।
আজ রোববার সকাল সাড়ে ১০ ঘটিকা'য় দিবসটি উপলক্ষে উপজেলা সদর ভবানীগঞ্জ একটি র্যালি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নিউমার্কেট চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা করা হয়।
এবারে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের মুল প্রতিপাদ্য ছিল “আগামী প্রজন্মকে সক্ষম করি,দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি”। সভা শেষে বাগমারা ফায়ার সার্ভিসের স্টেশন পরিচালক মেহেদি হাসানের পরিচালনায়,অগ্নিনির্বাপক মহড়ার বিচিত্র দৃশ্য দেখান হয়। এ সময় অগ্নিনির্বাপক বিষয়ে প্রাথমিক জ্ঞান প্রদান করা হয়।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুর রাজ্জাক,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব আল রানা,মহুরীবার সদস্য মুখলেছুর রহমান মুকুল, বিএনপি নেতা জয়নাল আবেদীন,ছাত্র প্রতিনিধি শামীম হোসেন,স্থানীয় ব্যবস্যায়ী,রাজনৈতিক নেতৃবৃন্দ,গৃহিনী ও সাংবাদিক বৃন্দ।
সম্পাদক: মোস্তাফিজুর রহমান।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৫, শিরোইল পুবালি মার্কেট,(২ তলা) ,বোয়ালিয়া ,রাজশাহী।
ফোন নাম্বার- 01713846301
ইমেইল: agrajatrajibon@gmail.com
Copyright © 2024 Dainik Uttarbanga. All rights reserved.