রাজশাহীর বাগমারা উপজেলার বিভিন্ন এলাকা হতে ৬জন মাদকসেবী কে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যরা।
এরপর ভ্রাম্যমান আদালত ৫ জনের ছয় মাস করে এবং একজনের চার মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে।
জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর রাজশাহীর পরিদর্শক সাইফুল আলম এর নেতৃত্বে একটি দল বাগমারা'য় দিনভর অভিযান চালিয়ে হেরোইন ও অ্যালকোহল সেবনের দায়ে ৬জন মাদকসেবী কে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। আটককৃত কয়েকজনের নানা অত্যাচারে অতিষ্ট হয়ে পরিবারের সদস্যরা এসময় অভিযানকারী দল কে সহায়তা করে। আটককৃতদের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে এক্রিকিউটিভ ম্যাজিষ্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম তাদের কারাদন্ডাদেশ দেন।
তাদের মধ্যে ভবানীগঞ্জ পৌরসভার চাঁনপাড়া মহল্লার বাবলু চন্দ্রের ছেলে সুভাষ কুমার সরকার (২৩), নিশিত কুমার (৩১), একই মহল্লার মোস্তফা আলী (৩১), কামারবাড়ি গ্রামের আব্দুস সামাদের ছেলে শাহিন (২৫) এবং হাট খুঁজিপুর গ্রামের ইমাজ উদ্দিন এর ছেলে বদরুজ্জামান বল্টু (২৯) কে বিনাশ্রম ছয় মাস ও হরিপদ চন্দ্রের ছেলে সুশান্ত কুমার সরকার (৪২) কে চার মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেয়া হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর রাজশাহীর পরিদর্শক সাইফুল আলম জানান, আটককৃত মাদকসেবীদের জেল হাজতে প্রেরন করা হচ্ছে।
সম্পাদক: মোস্তাফিজুর রহমান।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৫, শিরোইল পুবালি মার্কেট,(২ তলা) ,বোয়ালিয়া ,রাজশাহী।
ফোন নাম্বার- 01713846301
ইমেইল: agrajatrajibon@gmail.com
Copyright © 2025 Dainik Uttarbanga. All rights reserved.