রাজশাহীর বাগমারায় জেলা আ’লীগের ত্রান বিষয়ক সম্পাদক এবং গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ছানোয়ারা খাতুন (৫০) কে আটক করেছে জেলা ডিবি পুলিশের একটি দল।
শুক্রবার (৭ ফেব্রুয়ারী) গভীর রাতে উপজেলার হামিরকুৎসা ইউনিয়নের হামিরকুৎসা গ্রামের বাড়ি থেকে তাঁকে আটক করে। তাকে জেল হাজতে পাঠানো হয়েছে বলে থানা পুলিশ জানিয়েছে।
আটক আ’লীগ নেত্রী ছানোয়ারা খাতুনের বাবা বীরমুক্তিযোদ্ধা আমজাদ হোসেন জানান, সন্ধ্যায় ভাত খাওয়ার পর বাড়ির লোকজন ঘুমিয়ে পড়ে। গভীর রাতে হঠাৎ দরজার বাহিরে থেকে ডাকাডাকি শুনতে পাই। এক পর্যায়ে দরজা খুলে দেয়া হলে বাড়ির বাহিরে ডিবি পুলিশের পোষাকে ১৫/২০ সদস্য বাড়িতে ঢোকার চেষ্টা করে। এ সময় বাঁধা দেয়ার চেষ্টা করলে তাদের সাথে থাকা নারী পুলিশ সদস্যরা বাড়িতে প্রবেশ করেন এবং ছানোয়ারা কে আটক করে নিয়ে যায়। জানতে চাইলে তারা ডিবি’র লোক বলে পরিচয় দিয়েছিল।
আটককৃতের বিরুদ্ধে সরকার বিরোধী কর্মকান্ডের নানা অভিযোগ রয়েছে বলে জানা যায়। সে মুঠোফোনের ফেসবুকে সরকার বিরোধী বিভিন্ন কর্মকান্ড জনসাধারনের মধ্যে প্রচার করে দেশের মধ্যে বিভ্রান্তির চেষ্টা করছে।
এছাড়া উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে মহিলা আ’লীগকে সক্রিয় করে সরকার বিরোধী আন্দোলনের চেষ্টা করছে। এছাড়াও তার বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম জানান,
ছানোয়ারা বাগমারা এলাকায় সরকার বিরোধী কর্মকান্ড চালাচ্ছে। তার বিরুদ্ধে এই ধরনের অভিযোগে তাঁকে আটক করা হয়েছে। ডিবি কার্যালয় থেকে তাঁকে কারাগারে পাঠানো হয় বলে তিনি জানিয়েছেন।