মোস্তাফিজুর রহমান জীবন রাজশাহীঃ
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন,বিএনপির উদারতার কারণে এদেশে রাজনীতি করার সুযোগ পেয়েছে। স্বাধীনতার পর শেখ মুজিব জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করেছিলো। কিন্তু আমরা বারবার দেখেছি তারা একটি জিনিস করতে পারে সেটা হলো মুনাফেকি।
বুধবার ( ১২ ফেব্রুয়ারী) বিকেলে রাজশাহীর বাগমারা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি শহীদ অধ্যাপক আব্দুল ওয়াহেদ মন্ডলের স্মরণসভায় তাহেরপুর হাইস্কুল মাঠে প্রধান অতিথির বক্তৃতায় এসব বলেন।
তিনি আরো বলেন,যে অন্যায় কর তার চক্রে কোননা কোন ভাবে সেই চক্রে পড়ে যেতে হয়। শেখ হাসিনা নিজেকে মনে করেছিলো খুন গুম, হামলা মামলা দিয়ে পার পেয়ে যাবে। কিন্তু তার আশ্রয় এখন হয়েছে ভারতে।
আওয়ামী লীগের ১৬-১৭ বছরের নানান অনিয়ম দুর্নীতি, খুন,গুম লুটপাট তুলে ধরে বলেন,জনগণ শেখ হাসিনার নাম দিয়েছিলো মাফিয়া হাসিনা। শেখ হাসিনা নিজের ও আত্নীয় স্বজনদের নামে প্লট নিয়েছেন। তাদের পুরো পরিবারের বিরুদ্ধে এখন তদন্ত হচ্ছে। বিদেশে টিউলিপের দুর্নীতির অভিযোগে তদন্ত হচ্ছে। এদেশের আইন আদালত হাতের মুঠোয় নিয়ো অপরাধ করে পার পাওয়া যায় কিন্তু বিদেশে নয়। বাংলাদেশ টিকে থাকুক,মাথা উঁচু করে দাঁড়াক শেখ হাসিনা তা চাননি।ইয়াবা চোরাচালানের সাথে জড়িত শেখ হাসিনাসহ তার মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ।
রিজভী বলেন,শেখ হাসিনা উন্নয়নের নামে পদ্মাসেতু, মেট্রোরেল করেছেন শুধু টাকা মারার জন্য।
ভোট কেন্দ্রে ভোটার না যেয়ে সরকার কে একমাত্র স্বীকৃতি দিয়েছে ভারত। ভারত সরকার শেখ হাসিনাকে পাহাড়া দিতে পারলো না। শেখ হাসিনা অবৈধ তার পাসপোর্টের বৈধতা নেই তারপরও শেখ হাসিনাকে বৈধতা দিচ্ছে।
তিনি আরো বলেন,ভারত যদি জামায়াতের কাছে অত্যান্ত প্রিয় হয়ে যায় তা হচ্ছে অত্যান্ত দুঃখ জনক। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে গণতন্ত্র নিশ্চিত করতে পারি তাহলে ছাত্র জনতার ত্যাগ কিছুটা শোধ হবে। জিয়াউর রহমান খাল কাটার বিপ্লব করেছিলেন সেদিন থেকে এদেশ দাঁড়াতে শিখেছে। এদেশ কারো কাফেলার হবে না। আমরা নিজে চলতে চাই।
তাহেরপুর পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক আলিম বাবু’র সঞ্চালনায় তাহেরপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আ.ন.ম.সামসুর রহমান মিন্টুর সভাপতিত্বে রাজশাহী জেলা সহ বিভিন্ন উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।