পাভেল ইসলাম মিমুল স্টাফ রিপোর্টার
আনন্দ,উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে রাজশাহীর এ্যাসোসিয়েশন ভবন দেশের প্রচারিত দৈনিক এই বাংলা পএিকার যথাযথ মর্যাদায় ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।সেখানে যোগ দিতে আসা নানা শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ উচ্ছ্বাস ছিল দেখার মতো।
শুক্রবার (০৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মহানগরীর অলকার মোড়ে এ্যাসোসিয়েশন ভবনে কেক কাটার মধ্য দিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জাতীয় দৈনিক বর্তমান পএিকার রাজশাহী ব্যুরো প্রধান পাভেল ইসলাম মিমুলের সঞ্চনালায় ও দৈনিক এই বাংলা পএিকার রাজশাহী ব্যুরো প্রধান মো: জসীম উদ্দিনের সভাপতিত্বে এই আনন্দময়ী আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিক,রাজনৈতিক,সামিজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা এতে অংশ গ্রহন করেন।
এসময় উপস্থিত ছিলেন,রাজশাহী মহানগর যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মো: মাইনুল হক হারু,
মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মো: শফিকুল আলম জিতু,বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সাগর নোমানী,এই বাংলা পএিকার বিশেষ প্রতিনিধি ফয়সাল সরকার রিচার্ড,মহানগর যুবদলের যুগ আহবায়ক
মো: রকিবুল হক টফি,রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার মো : জহরুল হক,যুবনেতা আশিকুল আলম লিটু,নাবিল গ্রুপের প্রশাসনিক কর্মকর্তা মো: হাসিবুদ্দিন,
প্রমুখ।
রাজনীতিবিদরা বলেন,গণমাধ্যম দেশের সুশাসন নিশ্চিত করতে অগ্রণী ভূমিকা রাখছে। গণমাধ্যমের কাছে দেশের সাধারণ মানুষের প্রত্যাশা অনেক। সেই প্রত্যাশাকে পাথেয় করে দৈনিক এই বাংলা প্রতিষ্ঠায় বারো বছর পার করেছে। প্রতিষ্ঠা বার্ষিকীতে সংশ্লিষ্ট সবাইকে ফুলেল শুভেচ্ছা। এই বাংলা দেশের স্বনামধন্য প্রচারিত দৈনিক। এ পত্রিকা সংবাদপত্র জগতে এক নতুন মাত্রা যোগ করেছে।
সম্পাদক: মোস্তাফিজুর রহমান।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৫, শিরোইল পুবালি মার্কেট,(২ তলা) ,বোয়ালিয়া ,রাজশাহী।
ফোন নাম্বার- 01713846301
ইমেইল: agrajatrajibon@gmail.com
Copyright © 2025 Dainik Uttarbanga. All rights reserved.