• রবিবার, ২৫ মে ২০২৫, ০৬:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের কমিটি গঠন রাজশাহী শিক্ষা বোর্ডে বরখাস্ত আদেশ প্রত্যাহারের চাপে সচিব ও চেয়ারম্যান আবারো হারানো ৪৯ টি ফোন উদ্ধার করে মালিকদের দিলেন পুলিশ কমিশনার রাজশাহী মহানগরীর শাহমুখদুম থানা পুলিশের অভিযানে কুখ্যাত দুই ছিনতাইকারী আটক গোদাগাড়ী উপজেলা প্রশাসনিক কর্মকর্তা নারীসহ ভাইরাল, সাংবাদিকদের মামলার হুমকি দুর্গাপুরের নওপাড়ায় গ্রাম আদালত বিষয়ক মতবিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত ডাঁশমারীতে মতিহার থানাকে ম্যানেজ করে পলাশের পুকুর ভরাট তাহেরপুর উচ্চ বিদ্যালয়ে দুই অবসরপ্রাপ্ত শিক্ষক, নবাগত শিক্ষার্থীদের বরণ ও বিদায় অনুষ্ঠিত এক নারীতে জিম্মি পশ্চিম রেলের নিরাপত্তা বাহিনী ভাষা সৈনিকের হাত থেকে চিত্রাংকনের পুরস্কার পেল শিশুরা

রাজশাহীতে বোয়ালিয়া থানাধীন পৈতৃক সম্পত্তি দখলের পায়তারা

Reporter Name / ৩৯ Time View
Update : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিনিধি: রাজশাহীর বোয়ালিয়া মৌজার পৈতৃক সম্পত্তি দখলের পায়তারা করছেন একটি প্রভাবশালী মহল বলে অভিযোগ উঠেছে। বোয়ালিয়া মৌজার মধ্য এস.এ-১৮ এবং আর, এস খতিয়ান নং ১৮০২, হাল -২২২৯ দাগে, ২২১৯ একরের কাত.১১০৯৫ একর ও হাল-২২৩৮ দাগে .১৫৫০ একরের কাত-০৭৭৫ একর মোট .৩৮৪৪ একরের কাত- .১৯২২ একর। পৈতৃক ওয়ারিশ সুত্রে উক্ত জমির মালিক বাছের আলী, নাজিম উদ্দিন সেখ, একরাম শেখ নামের তিনজনের যোগ্য ১৭ ওয়ারিশ। ঔ ১৭ ওয়ারিশ হলেন মাজেদা বেওয়া, আঙ্গুরা বেওয়া, দিলেরা বেওয়া, আব্দুর রশিদ, নাদিম হোসেন, নাজমুল হক, রওশনারা খাতুন, মোজ্জামেল হক, শাহিন আলী, শাহানাজ খাতুন, বিলকিস আরা, বুলবুলি বেওয়া, নাদিম আহমেদ, আদিল শেখ, সুলতানা, শাহিনুর হাসান, সাইদুর রহমান। সম্প্রতি উক্ত জমিতে প্রভাব বিস্তারে একটি মহল চাঁদাবাজদের দ্বায়িত্ব দিয়েছে। ওই চাঁদাবাজ ও ভূমি দখল গ্রুপ ইতোমধ্যে ওয়ারিশ গণকে নানাভাবে হুমকি ধামকিসহ সাইনবোর্ড ভেঙে ফেলার পরিকল্পনা করছেন।
ওয়ারিশগণ বলেন আমরা ওই জমির পৈতৃক ওয়ারিশ। আমরা আইনগত ও কাগজ কলমে জমির প্রকৃত মালিক হওয়ায় প্রশাসন আমাদের পক্ষে সকল আইনি সহায়তা প্রদান করছেন। তবুও একটি ভুমিখেকো মহল জমিটি দখলে নেওয়ার পায়তারা করছেন। এর আগেও ক্ষমতাসীন দলের প্রভাব বিস্তার করে ওই মহলটি নানাভাবে জমিটি নিয়ে আমাদের হয়রানি করেছেন।
এসব বিষয় জানতে বড় কুঠি ভুমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ সরকারের সাথে কথা বললে তিনি বলেন, কাগজ যার জমি তাঁর। কাগজ না থাকলে জোর করে কেউ কারো জমি দখল করতে পারবে না। এব্যাপারে যাদের কাগজ সঠিক তাঁরাই জমি পাবেন এবং তাঁরা আইনি সহায়তা পাবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category