স্টাফ রিপোর্টারঃ
একের রক্তে অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পচামাড়িয়া ডিগ্রি কলেজ রোভার স্কাউটস গ্রুপের আয়োজনে, বাঁধন নবাব সিরাজ উদ- দৌলা সরকারি কলেজ ইউনিট, নাটোর, রাজশাহী জোন এর সহযোগিতা এবং গোলাম রসুল মেমোরিয়াল ট্রাস্টের অর্থায়নে পচামাড়িয়া ডিগ্রি কলেজে অনুষ্ঠিত হয়েছে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি-২০২৪।
গতকাল ৩০ অক্টোবর সকাল ১০ ঘটিকা'য় শুভ উদ্বোধন করেন, পচামাড়িয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ বিষ্ণু পদ সাহা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, এধরণের সামাজিক কাজের সাথে শিক্ষার্থীদের সম্পৃক্ততা প্রশংসার দাবিদার। সমাজ পরিবর্তনে লক্ষ্য এধরণের উদ্যোগকে আমি সবসময় সমর্থন করি। এ সময় আরও উপস্থিত ছিলেন উক্ত কলেজের অন্যান্য শিক্ষকবৃন্দ।
উক্ত আয়োজনে আরও উপস্থিত ছিলেন, বাঁধন নবাব সিরাজ উদ-দৌলা সরকারি কলেজ ইউনিট, নাটোর, রাজশাহী জোনের সভাপতি ইমরান এবং সাধারণ সম্পাদক আব্দুল্লাহ্ হেল কাফি। আরও উপস্থিত ছিলন রাজশাহ জোনের উপদেষ্টা আমিনুল ইসলাম শফিক, এহসানুল কবির বাঁধন,, সেলিম রেজা, নবাব সিরাজ উদ্-দৌলা সরকারি কলেজ ইউনিট, রাজশাহী জোনের উপদেষ্টা মোঃ সুমন আলী, মাহাফুজ আলী, মারুফ সরকার, সাজেদুর রহমান রুবেল ইসলাম, সামাউন, রায়হান।
আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন, রোভার স্কাউটস গ্রুপের অন্যতম মাহীম আল মাহমুদ জিম (SRM), ইসরাত জাহান মিতু (RM), এনামুল হক (RM) সহ সদস্য সোহানা, আলিফা , জামরুল , সূর্য , আসিফ, রায়হান , রাকিব , রিদয় উপস্থিত ছিলেন। এসআরএম মাহীম আল মাহমুদ জিম বলেন আমরা এধরণের কার্যক্রম করতে পেরে খুবই আনন্দিত এবং আমাদের এই প্রচেষ্টা অব্যহত থাকবে।
গোলাম রসুল মেমোরিয়াল ট্রাস্টের পরিচালক রাসেল আহমেদ বলেন আমরা সবসময় ভালো কাজকে সাধুবাদ জানাই এবং ভালো কাজের সাথেই থাকতে চাই। পচামাড়িয়া ডিগ্রি কলেজ রোভার স্কাউটস গ্রুপের এই আয়োজন অন্য শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করবে সেই সাথে সামাজিক কাজের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে ভূমিকা রাখবে বলে মনে করি।
সম্পাদক: মোস্তাফিজুর রহমান।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৫, শিরোইল পুবালি মার্কেট,(২ তলা) ,বোয়ালিয়া ,রাজশাহী।
ফোন নাম্বার- 01713846301
ইমেইল: agrajatrajibon@gmail.com
Copyright © 2024 Dainik Uttarbanga. All rights reserved.