• রবিবার, ২৫ মে ২০২৫, ০৬:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের কমিটি গঠন রাজশাহী শিক্ষা বোর্ডে বরখাস্ত আদেশ প্রত্যাহারের চাপে সচিব ও চেয়ারম্যান আবারো হারানো ৪৯ টি ফোন উদ্ধার করে মালিকদের দিলেন পুলিশ কমিশনার রাজশাহী মহানগরীর শাহমুখদুম থানা পুলিশের অভিযানে কুখ্যাত দুই ছিনতাইকারী আটক গোদাগাড়ী উপজেলা প্রশাসনিক কর্মকর্তা নারীসহ ভাইরাল, সাংবাদিকদের মামলার হুমকি দুর্গাপুরের নওপাড়ায় গ্রাম আদালত বিষয়ক মতবিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত ডাঁশমারীতে মতিহার থানাকে ম্যানেজ করে পলাশের পুকুর ভরাট তাহেরপুর উচ্চ বিদ্যালয়ে দুই অবসরপ্রাপ্ত শিক্ষক, নবাগত শিক্ষার্থীদের বরণ ও বিদায় অনুষ্ঠিত এক নারীতে জিম্মি পশ্চিম রেলের নিরাপত্তা বাহিনী ভাষা সৈনিকের হাত থেকে চিত্রাংকনের পুরস্কার পেল শিশুরা

সংরক্ষণ ভাড়া বৃদ্ধির প্রতিবাদে মহাসড়কে আলু ফেলে কৃষকদের প্রতিবাদ  

নিজস্ব প্রতিবেদকঃ / ২৮ Time View
Update : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫

রাজশাহীর বিভিন্ন হিমাগারগুলোতে আলু সংরক্ষণের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ করেছেন কৃষকেরা।

 

আজ রোববার বেলা ১১টার দিকে রাজশাহীর মোহনপুর উপজেলা পরিষদ চত্বরে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় এবং রাজশাহী-নওগাঁ মহাসড়কে মোহনপুর উপজেলা সদরে আলু ফেলে বিক্ষোভ করেন আলু চাষিরা।

 

এ সময় অনেকে আলু চাষী মহাসড়কে শুয়ে পড়েন।

 

ক্ষুব্ধ কৃষকেরা বলেন, প্রতি কেজি আলু সংরক্ষণের জন্য আগে হিমাগারগুলোকে চার টাকা ভাড়া দিতে হতো। এবার তা বাড়িয়ে ৮ টাকা করা হয়েছে। ভাড়া দ্বিগুণ হয়ে যাওয়ায় তারা ক্ষতিগ্রস্ত হবেন। তাই তারা দ্রুত আগের ভাড়া নির্ধারণের দাবি জানান। তা না হলে ভবিষ্যতে কঠোর আন্দোলনের পাশাপাশি মহাসড়ক অবরোধের হুমকিও দেন তাঁরা।

 

সমাবেশে মোহনপুরসহ তানোর ও পবা উপজেলার সহস্রাধিক কৃষক অংশ নেন। এর আগে গত জানুয়ারির প্রথম দিকে তানোর উপজেলার কৃষকেরা একই দাবিতে এলাকায় বিক্ষোভ কর্মসূচি পালন করেন। ভাড়া বৃদ্ধির কারণে তানোরের কয়েকটি হিমাগারের সামনেও বিক্ষোভ হয়।

 

এ সময় আলু চাষীদের প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মোহনপুর উপজেলা শাখার সভাপতি শামীমুল ইসলাম মুন এবং অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন বকুল, সাধারণ সম্পাদক মাহবুব অর রশিদ, সাংগঠনিক সম্পাদক বাচ্চু রহমান, সাংগঠনিক সম্পাদক শাহীন আক্তার শামসুজোহা, সাবেক উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক আব্দুস সামাদ, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের, সাবেক সাংগঠনিক সম্পাদক কাজেম উদ্দিন সহ আরো অনেকে।

 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোহনপুর উপজেলা শাখার আমির অধ্যাপক মাওলানা আব্দুল আউয়াল, সাধারণ সম্পাদক আব্দুল গফুর মৃধা, জাহানাবাদ ইউপির আমির আব্দুল হালিম, বাকশিমইল ইউপির ইউপির আমির নজরুল ইসলাম, ধুরইল ইউপির সাবেক আমির মাস্টার হাবিবুর রহমান সহ আরো অনেকে। তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান, বিএনপি’র কেন্দ্রীয় কমিটির কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক ওয়াদুদ হাসান পিন্টু, রাজশাহী আলু চাষী সমিতির কোষাধাক্ষ এবং মোহনপুর আলু চাষী সমিতির সাধারণ সম্পাদক ইউনুচ আলী, মোহনপুর আলু চাষী সমিতির সভাপতি তোফায়েল আহমেদ, বড়গাছী আলু চাষী ইমরান আলী, বায়ার আলু চাষী আনারুল ইসলাম, নওহাটার আলু চাষী গাফফার হোসেন, সাজ্জাদ, তানোর আলু চাষী সমিতির সহ-সভাপতি লুৎফর রহমান, নওহাটার হাসিবুর রহমান, তানোরের আলু চাষী লিমন, ধুরইলের আলু চাষী হাবিবুর রহমান, শহিদুল, মৌগাছীর আলু চাষী রেজাউল এবং সালাউদ্দিন সহ প্রমুখ।

 

মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার আয়শা সিদ্দিকা বলেন, গত ৬ জানুয়ারি তারিখে কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণ ভাড়া বৃদ্ধির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়।

 

এর পরিপ্রেক্ষিতে এবং মোহনপুর সহ অন্যান্য উপজেলায় আলু চাষীদের চলমান বিক্ষোভের বিষয়টি আমলে নিয়ে জেলা প্রশাসন কোল্ড স্টোরেজের মালিকদের সাথে সংরক্ষণ ভাড়া হ্রাসের বিষয়ে আলোচনা করে সর্বশেষ ০২/০২/২০২৫ইং তারিখ দুপুরে গৃহীত সিদ্ধান্ত মোতাবেক কেবলমাত্র প্রকৃত আলুচাষী ৫ টা ৭৫ পয়সা টাকা হারে কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণ করতে পারবেন। অর্থাৎ যে যত কেজি আলু রাখুক, কোল্ড স্টোরেজ থেকে আলু বের করার সময় প্রতি কেজি ৫ টা ৭৫ পয়সা হারে ভাড়া পরিশোধ করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category