নিজস্ব প্রতিনিধি:সারদা পুলিশ একাডেমিতে একযোগে দুই শত বাহান্ন ক্যাডেট এসআইকে অব্যাহতি দেয়া হয়েছে।
পুলিশ সদর দফতরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্সের সহকারী মহাপরিদর্শক (এআইজি) এনামুল হক সাগর মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় এ খবর নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন,শৃঙ্গলাভঙ্গের দায়ে তাদের প্রশিক্ষণ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
গত ২০ অক্টোবর রাজশাহীর ওই পুলিশ অ্যাকাডেমিতে শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের (এএসপি) প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা ‘হঠাৎ’ করে স্থগিত করা হয়।
সে ঘটনা দেশজুড়ে নানা আলোচনার জন্ম দিয়েছিল। কেন কুচকাওয়াজ স্থগিত করা হয়েছিল,এ প্রশ্নের সুনির্দিষ্ট কোনো উত্তর পুলিশ সদর দফতর থেকে দেয়া হয়নি।
বাহিনীর মুখপাত্র শুধু বলেছিলেন,অনিবার্য কারণে এটি স্থগিত করা হয়েছে।
যদিও এই কুচকাওয়াজে যোগ দেয়ার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টাসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা রাজশাহীতে পৌঁছে ছিলেন। তবে তারা অনুষ্ঠানে যোগ দেননি।
সম্পাদক: মোস্তাফিজুর রহমান।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৫, শিরোইল পুবালি মার্কেট,(২ তলা) ,বোয়ালিয়া ,রাজশাহী।
ফোন নাম্বার- 01713846301
ইমেইল: agrajatrajibon@gmail.com
Copyright © 2024 Dainik Uttarbanga. All rights reserved.