আবু কাওসার মাখনঃ বান্দরবান আলীকদম থানা গোপন সূত্রে খবর পেয়ে এই অভিযান পরিচালনা করে মাদক ব্যাবসায়ী ও চোরাকারবারি মো:জালাল উদ্দিন(২৮), পিতা: মো: ইউনুস, সাং- মোক্তার সর্দার পাড়া,র থানা:আলীকদম,জেলা: বান্দরবান কে ৮০ জন রোহিঙ্গা পাচার কালে পুলিশ আটক করেছে। আটককৃত জালাল এর স্বীকারোক্তি মতে, আলীকদম খুইল্ল্যামিয়া পাড়াস্থ-খুইল্ল্যা মাঝি'র ছেলে ইউনুস(৪২) ও ইলিয়াস (৩৮) এবং আনু মাঝি'র ছেলে নজরুল (৩৫) নির্দেশে সে এই কাজ করেছে।
আলীকদম অফিসার ইনচার্জ বলেন,আমরা গোপন সূত্রে খবর পায় আলীকদম বাসস্ট্যান্ডে কিছু রোহিঙ্গা ও মাদক পাচার হচ্ছে সেই ভিত্তিতে আনুমানিক আজ সকাল ১০টায় অভিযান করে ৮০ রোহিঙ্গা সহ আসামিদের ধরি তাদের বিরুদ্ধে মামলা দেওয়া প্রস্তুতি চলছে।এই অভিযানে উপজেলা প্রশাসন আমাদের সার্বিকভাবে সহযোগীতা করেছে।
সম্পাদক: মোস্তাফিজুর রহমান।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৫, শিরোইল পুবালি মার্কেট,(২ তলা) ,বোয়ালিয়া ,রাজশাহী।
ফোন নাম্বার- 01713846301
ইমেইল: agrajatrajibon@gmail.com
Copyright © 2024 Dainik Uttarbanga. All rights reserved.