• শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১১:১১ অপরাহ্ন

আরসিসিআই’র আয়োজনে সচেনতামূলক সেমিনার অনুষ্ঠিত

Reporter Name / ৩০ Time View
Update : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪

রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহীতে চেম্বার অব কর্মাসের আয়োজনে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ই নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় রাজশাহী চেম্বার অব কর্মাস(আরসিসিআই) মিলনায়তন প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ব্যবসা-বাণিজ্য করার লক্ষ্যকে সামনে রেখে বিভন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিক ও প্রতিনিধিদের সাথে এই সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়।
এ সময় সেমিনারে সকল ব্যবসায়ীরা তাদের সকল সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। বক্তারা তাদের ব্যবসায়ীক পরিবেশ ও নিরাপত্তা নিয়ে সমস্যা, ট্রেড লাইন্সেস এর অতিরিক্ত ফি ও সময় মত না পাওয়া,কোলেস্টেজ নিয়ে সমস্যা,এন ও সি নিয়ে সমস্যা, ব্যবসায়ী লেনদেন নিয়ে ইত্যাদি বিভিন্ন সমস্যার কথা বলা হয়।

প্রথান অতিথি ড.দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর বলেন, অন্তবর্তীকালিন সরকার ব্যবসায়ীবান্ধব। আমি আপনাদের সমস্যাগুলো শুনলাম এই সমস্যাগুলো ঢাকায় মিটিংয়ে বলে সমাধানের চেষ্টা করবেন বলে আসস্ত করেন।
রাজশাহী চেম্বার অব কর্মাসের সভাপতি মাসুদুর রহমান রিংকুর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর বিভাগীয় কমিশনার ড.দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর। বিশেষ অতিথিদের মধ্য উপস্থিত ছিলেন সহকারি পরিচালক পরিবেশ অধিদপ্তর মো: কবির হোসেন, উপ-পরিচালক ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মো: নইমুল আহছান ভূঁইয়া, উপ-পরিচালক কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর মো: জাহাঙ্গীর আলম, উপ-প্রধান বয়লার পরিদর্শক প্রকৌ: মো: নজরুল ইসলামসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category