• রবিবার, ২৫ মে ২০২৫, ১১:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের কমিটি গঠন রাজশাহী শিক্ষা বোর্ডে বরখাস্ত আদেশ প্রত্যাহারের চাপে সচিব ও চেয়ারম্যান আবারো হারানো ৪৯ টি ফোন উদ্ধার করে মালিকদের দিলেন পুলিশ কমিশনার রাজশাহী মহানগরীর শাহমুখদুম থানা পুলিশের অভিযানে কুখ্যাত দুই ছিনতাইকারী আটক গোদাগাড়ী উপজেলা প্রশাসনিক কর্মকর্তা নারীসহ ভাইরাল, সাংবাদিকদের মামলার হুমকি দুর্গাপুরের নওপাড়ায় গ্রাম আদালত বিষয়ক মতবিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত ডাঁশমারীতে মতিহার থানাকে ম্যানেজ করে পলাশের পুকুর ভরাট তাহেরপুর উচ্চ বিদ্যালয়ে দুই অবসরপ্রাপ্ত শিক্ষক, নবাগত শিক্ষার্থীদের বরণ ও বিদায় অনুষ্ঠিত এক নারীতে জিম্মি পশ্চিম রেলের নিরাপত্তা বাহিনী ভাষা সৈনিকের হাত থেকে চিত্রাংকনের পুরস্কার পেল শিশুরা

রাতজুড়ে রাজশাহী নগরীতে বসছে জুয়ার রমরমা আসর

Reporter Name / ৭৭ Time View
Update : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিনিধি:রাজশাহীতে আইনশৃঙ্খলা বাহিনীর কতিপয় অসাধু কর্মকর্তা ম্যানেজ করে চলছে রমরমা জুয়ার আসর। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে চুনোপুঁটিরা গ্রেফতার হলেও ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে রাঘব-বোয়ালরা। গ্রেফতারের পর জামিন নিয়ে আবারও জড়িয়ে যাচ্ছে জুয়ার নেশায়। প্রতিরাতে রাজশাহী মহানগরীর অন্তত ২০০টি স্থানে বসছে জুয়ার আসর। প্রতিরাতে জুয়ার আসরে বসেন নিম্নআয়ের মানুষ। পেশায় অনেকে দিনমজুর। আর কিছু আসরে বসেন বড় ব্যবসায়ী,ঠিকাদার এমনকি সরকারি চাকরিজীবীরাও।
জুয়ার আসর খোঁজ নিয়ে জানা গেছে,রাজশাহী নগরীর সবচেয়ে বেশি জুয়ার আসর বসে রাজপাড়া থানা এলাকায়। এরপর কাশিয়াডাঙ্গা,বোয়ালিয়া,মতিহার, চন্দ্রিমা ও পবা থানা এলাকায় জুয়ার আসর বসে। মাঝেমধ্যেই এসব এলাকায় অভিযান চালিয়ে টাকা,তাসসহ জুয়াড়িদের গ্রেফতার করে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। গত কয়েক বছর থেকে ডিবি পুলিশ জুয়ার আসরে হানা দিয়ে জুয়াড়িদের গ্রেফতার করেছে। ডিবি ছাড়া থানা-পুলিশের পক্ষ থেকে অভিযান চালানো হয় না বললেই চলে। তবে এসব অভিযানে বড়বড় জুয়াড়িরা থেকে যাচ্ছেন ধরাছোঁয়ার বাইরে।
খোঁজ নিয়ে জানা গেছে,এখন প্রতি রাতে নগরীর শিরোইল বাস টার্মিনাল এলাকায় জুয়ার আসর বসছে। এখানকার জুয়ার টাকার একটা অংশ শ্রমিকনেতাদের মধ্যে ভাগ-বাঁটোয়ারা হয়। ২০২০ সালে র‌্যাব একবার এই জুয়ার আসরে অভিযান চালিয়ে ২৬ জনকে গ্রেফতার করেছিল। এরপর কিছুদিন বন্ধ থাকলেও পরে আবার শুরু হয়ে যায়। এখন জুয়ার বিরুদ্ধে ডিবি পুলিশের অভিযান চললেও থানার পুলিশ বসে আছে হাত গুটিয়ে।
বর্তমানে প্রতি রাতে নগরীর রাজপাড়া থানার আইডি বাগানপাড়া বস্তি, বহরমপুর মোড়ের একটি ইন্টারনেট পরিষেবার কার্যালয়, নিমতলা মোড়, বসুয়া আলীর মোড়, তেরখাদিয়া মধ্যপাড়া ও ডিঙ্গাডোবা এলাকায় রমরমা জুয়ার আসর বসে। এ ছাড়া কাশিয়াডাঙ্গা থানা এলাকার গোবিন্দপুর,কাঁঠালবাড়িয়া, চারখুটার মোড় ও রায়পাড়া এলাকার কয়েকটি বাড়িতে এবং বোয়ালিয়া থানা এলাকায় বাস টার্মিনাল ছাড়াও পাঁচানিমাঠ পদ্মা পাড়ের বস্তি, খরবোনা, হাদির মোড়, পঞ্চবটি, দড়িখড়বোনা, শালবাগানসহ বিভিন্ন এলাকায় জুয়ার আসর বসছে। প্রতিটি আসর পরিচালনা করেন একেকজন ব্যক্তি। যারা পুলিশের সঙ্গেও যোগাযোগ রক্ষা করে চলেন।
আলীর মোড়ের জুয়া বোর্ড পরিচালনাকারী মিঠু,শরীফ, জীবন নামে ব্যক্তিরা জানায় যারা আসর পরিচালনা করেন, তাদের সঙ্গে থানার কারও না কারও যোগাযোগ আছে। থানার ওই লোককে বলা যায় ক্যাশিয়ার। বড় কর্মকর্তার নাম বলে তিনি মাসে মাসে টাকা নিয়ে যান। থানা থেকে কেউ অভিযানে আসতে চাইলে আগাম ফোন করে জানিয়ে দেন। সেদিন কেউ বসে না।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাবিনা ইয়াসমিন বলেন,জুয়ার আইন খুব শক্ত না। বেশির ভাগ ক্ষেত্রে গ্রেফতারের পর জরিমানা দিয়েই জুয়াড়িরা মুক্তি পেয়ে যান। তাই তারা আবার জুয়ার আসরে বসেন। তাদের ধরতে প্রায় অভিযান পরিচালনা করা হয়। খবর দেওয়া কিংবা জুয়ার আসর থেকে টাকা নেওয়ার ব্যাপারে কোনো পুলিশ সদস্যের জড়িত থাকার ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category