ফায়সাল মাহমুদঃ
রাজশাহীর দুর্গাপুরে ১নং নওপাড়া ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ক মতবিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় প্রধান সমন্বয়ক হিসেবে উপস্থিত ছিলেন লাইলা আক্তার। সভায় নওপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজাদ আলী সরদার, সকল ইউপি সদস্য এবং সুশীল সমাজের ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
সভায় গ্রাম আদালতের কার্যপ্রণালী, স্থানীয় বিরোধ নিষ্পত্তির গুরুত্ব এবং আইনি সহায়তার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। ভিডিও প্রদর্শনীর মাধ্যমে উপস্থিতদের গ্রাম আদালতের ভূমিকা সম্পর্কে সচেতন করা হয়।
এ বিষয়ে চেয়ারম্যান আজাদ আলী সরদার বলেন, এ ধরনের সভা জনগণের আইনগত সচেতনতা বৃদ্ধি এবং ন্যায়বিচার নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।